ঢাকার আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। বিশেষ করে সকাল-বিকেলের ব্যস্ত সময়ে পথচারী, স্কুল–কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর হঠাৎ হামলার ঘটনাও বেড়েছে।
স্থানীয়রা জানান, রাস্তাঘাট, গলি ও বাজার এলাকায় ঝাঁক বেঁধে থাকা কুকুরগুলো অনেক সময় কোনো কারণ ছাড়াই পথচারীদের পিছু ধাওয়া করে বা কামড়ে দেয়। এতে চরম আতঙ্কে থাকেন কর্মজীবী মানুষসহ শিক্ষার্থীরা।
এলাকাবাসীর অভিযোগ, বিগত কয়েক মাসে বিভিন্ন স্থানে একাধিক মানুষ বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত হয়েছেন। আহতদের অনেককেই চিকিৎসার জন্য রাজধানীর মহাখালী সরকারি হাসপাতালে গিয়ে এন্টি-র্যাবিস ভ্যাকসিন নিতে হয়েছে।
পথচারী ও অভিভাবকদের দাবি-সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও স্থানীয় প্রশাসন যেন জরুরি ভিত্তিতে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।