মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের বিজয়ের ৫৪ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
দিবসটির সূচনা হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। এরপর কালাই উপজেলার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে শ্রদ্ধা জানান কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শামীম আরা। এরপর কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব রফিক, কালাই বিএনপি ও এর অঙ্গসংগঠন, কালাই জামায়াতে ইসলামী, কালাই উপজেলা যুব অধিকার পরিষদ, কালাই ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং উপজেলার সর্বস্তরের জনগণ একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয়। মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরব ও অহংকারের প্রতীক হিসেবে প্রতিবছর দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়ে আসছে।