মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ শাহাবুদ্দিন চুপ্পু মহোদয় এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এরপর বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পর্যায়ক্রমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
এদিন জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।