ফরিদপুরের নগরকান্দায় সাবেক তিনবারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া' র রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে উপজেলা বিএনপির আয়োজনে
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
বেগম খালেদা জিয়া শারীরিক মারাত্মক অসুস্থায় বেশ কিছুদিন যাবত ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রায় সম্পন্ন।
তার সুস্থতার দেশ ব্যাপী দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে নগরকান্দায়ও বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল ও সংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন- আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফজলুল হক টুলু, সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, ঢাকা উত্তর যুবদলের সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, বিএনপি নেতা, বদিউজ্জামান তারা, জারিস মাতুব্বর, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, জামাল হোসেন মাতুব্বর, মাহমুদ হাসান বাবু, তালুকদার মোরাদ হোসেন, একে আজাদ হোসেন, জাহিদ হোসেন, একে আজাদ রহমান, পৌর বিএনপির প্রচার সম্পাদক ইকবাল হোসেন, ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার, সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামচুন্নাহার রেবাসহ জেলা, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের আদর্শে অনুপ্রাণীত হতে হবে আমাদেরকে। আল্লাহুতালা আমাদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার এদেশকে যেন নেতৃত্ব দেন।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি অবশ্যই সরকার গঠন করবে ইনশাআল্লাহ, তারই প্রমান আজকের এই মাঠ।