আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ফরিদপুর-৪ আসন এখন সরগরম। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় সদরপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র ক্রয় করেন।
মনোনয়নপত্র ক্রয়ের সময় প্রার্থী সরকারি কোষাগারে নির্ধারিত জামানত জমা দিয়ে প্রাথমিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের সদরপুর ও পার্শ্ববর্তী অঞ্চলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মিডিয়াকে তিনি জানান, “আমরা ইনসাফ কায়েমের লক্ষ্য নিয়ে নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করেছি। দুর্নীতি ও বৈষম্য দূর করে জনগণের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ, ৪-আসনের জনগণ এবার বাংলাদেশ খেলাফত মজলিসের ওপর আস্থা রাখবেন।”
উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লাহ, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি জাকারিয়া প্রমুখ।
মনোনয়নপত্র ক্রয়ের মাধ্যমে আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী লড়াইয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে নিজের শক্ত অবস্থান নিশ্চিত করেছেন।