ফরিদপুরের সদরপুর উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ইতিহাসে প্রথমবারের মতো মাধ্যমিক শিক্ষার দ্বার উন্মোচিত হয়েছে। পদ্মা নদী বেষ্টিত দুর্গম নারিকেলবাড়িয়া চরের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত “উপজেলা প্রশাসন মাধ্যমিক বিদ্যালয়, দিয়ারা নারিকেলবাড়িয়া”-তে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষ থেকে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হবে। দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন ও দুর্গমতার কারণে চরের শিশু-কিশোররা মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল। নতুন এই বিদ্যালয়টি চালু হওয়ায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও স্বস্তি দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এতদিন প্রাথমিক শিক্ষা শেষ করার পর শিক্ষার্থীদের নদী পাড়ি দিয়ে দূরবর্তী এলাকায় যেতে হতো, যা ছিল ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল। ফলে অনেক শিক্ষার্থী ঝরে পড়ত। নতুন এই মাধ্যমিক বিদ্যালয় চালুর মাধ্যমে সেই সংকটের অবসান ঘটবে বলে আশা করছেন এলাকাবাসী।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার মান নিশ্চিত করতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা উপকরণ সরবরাহ করা হবে। পাশাপাশি চরের শিশুদের বিদ্যালয়মুখী করতে সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হবে।
এলাকাবাসীর মতে, এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং নারিকেলবাড়িয়া চরের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার একটি মাইলফলক উদ্যোগ। তারা বিদ্যালয়টির সার্বিক উন্নয়ন ও টেকসই কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।