ফরিদপুরের সদরপুর থানার পুলিশ গতকাল রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মহসিন বেপারী (৩৮), পিতা- সরোয়ার বেপারী, গ্রাম- জাজিরাকান্দি, সদরপুর, ফরিদপুরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মহসিন বেপারীকে আজ সকাল ১০:০০ ঘটিকায় সদরপুর থানার ভাংচুর মামলায় (মামলা নং: ৩/১৫০, তারিখ: ১৭-০৮-২০২৪) দায়ের অভিযোগের ভিত্তিতে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলায় ধারা হিসেবে উল্লেখ রয়েছে ১৪৩, ৪৪৭, ৪৪৮, ১৮৬, ৩৩২, ৪৩৫, ৪৩৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৩৫৩, ৪২৭, ৫০৬(২), ৩৪ পেনাল কোড এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)।