ফরিদপুরের সদরপুরে শিক্ষার মানোন্নয়ন, নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করণ এবং শিক্ষকদের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুলের সদরপুরের বাসভবনে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষক কর্মচারী ঐক্য জোট সদরপুর উপজেলা শাখার সভাপতি আবদুল বারেক মিয়া।
বাংলাদেশ শিক্ষক সমিতি সদরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ কামরুল হাসান খান এবং শিক্ষক কর্মচারী ঐক্য জোট সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোট ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মোহাম্মাদ লোকমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন—
মুহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, শিক্ষক কর্মচারী ঐক্য জোট ফরিদপুর জেলা শাখা, মোহাম্মদ ইয়াকুব আলী, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা, মোহাম্মাদ মাহমুদ আল সিদ্দিকী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা, আব্দুস সাত্তার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা, অধ্যাপক শরীফ জাহিদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা, কাজী আবু সেলিম, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি চরভদ্রাসন উপজেলা শাখা।
অনুষ্ঠানে প্রায় ৪০০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
বক্তারা শিক্ষকদের দায়িত্ব-কর্তব্য, শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের প্রতি স্নেহ-মমতা ও ভালোবাসা বৃদ্ধি করে বিদ্যালয়ে ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি শহিদুল ইসলাম খান বাবুল বলেন,
শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবি আদায়ে বিএনপি সবসময় বদ্ধপরিকর। শিক্ষার সার্বিক মানোন্নয়ন ও শিক্ষক সমাজের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।
সভায় সদরপুর, চরভদ্রাসন ও ফরিদপুর জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও ভোকেশনাল প্রতিষ্ঠানের নেতৃবৃন্দও বক্তব্য দেন।