1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

‘আমরা হাদিকে বিদায় দিতে আসিনি, তাঁর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করতে এসেছি’ — প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

শহীদ শরিফ ওসমান হাদির বিদায় নয়, বরং তাঁর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার করতেই মানুষ আজ একত্র হয়েছে—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছো। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তুমি সব বাংলাদেশির বুকের ভেতরেই থাকবে। এটা কেউ সরাতে পারবে না।’

আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার লক্ষাধিক মানুষ অংশ নেন। পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘লাখ লাখ মানুষ আজ এখানে হাজির হয়েছেন। ঢেউয়ের মতো মানুষ আসছে। সারা বাংলাদেশজুড়ে কোটি কোটি মানুষ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। সবাই তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও হাদির কথা জানতে চান।’

হাদির স্বপ্ন পূরণ করতেই এই গণসমবেত হওয়া—উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আজ আমরা প্রিয় হাদির বিদায় দিতে আসিনি। আমরা তাঁর কাছে ওয়াদা করতে এসেছি। তিনি যা বলে গেছেন, যেন আমরা তা বাস্তবায়ন করতে পারি। এই ওয়াদা শুধু বর্তমান প্রজন্মের নয়—পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ, যেখানে যে অবস্থানেই থাকুক, এই দায়িত্ব বহন করবে।’

হাদির মানবপ্রেম, মানুষের সঙ্গে তাঁর সহজ সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, এসব গুণের কারণেই আজ সবাই তাঁকে স্মরণ করছে। ‘এই গুণগুলো আমরা মনেপ্রাণে গ্রহণ করছি, যেন তা সবসময় আমাদের মনে জাগ্রত থাকে এবং আমরা অনুসরণ করতে পারি,’ বলেন তিনি।

বক্তব্যে বারবার কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার প্রথম পংক্তি ‘বল বীর, উন্নত মম শির!’—কে হাদির রেখে যাওয়া ‘মন্ত্র’ হিসেবে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, ‘তুমি আমাদের এমন এক মন্ত্র দিয়ে গেছো, যা বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না। এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজতে থাকবে এবং জাতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকবে।’

তিনি আরও বলেন, ‘এই উন্নত মম শিরের মন্ত্র বাংলাদেশের সন্তানরা জন্মলগ্ন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত নিজের কাছে বলবে—বল বীর, উন্নত মম শির! আমাদের শির কখনো নত হবে না।’

নির্বাচন ও রাজনৈতিক চর্চার ক্ষেত্রেও হাদির রেখে যাওয়া শিক্ষার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘হাদি আমাদের দেখিয়ে গেছেন কিভাবে নির্বাচন করতে হয়, কিভাবে প্রচার চালাতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে নিজের বক্তব্য তুলে ধরতে হয় এবং কিভাবে বিনয়ের সঙ্গে মানুষের কাছে যেতে হয়।’

এই শিক্ষাকে রাজনৈতিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই শিক্ষা গ্রহণ করেছি এবং আমাদের রাজনৈতিক জীবনে তা বাস্তবায়ন করতে চাই, যেন হাদি আমাদের জীবনে চিরজাগ্রত থাকে।’

বক্তব্যের শেষ পর্যায়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘হাদি তুমি হারিয়ে যাবে না। এই জাতি তোমাকে ভুলবে না। যুগের পর যুগ ধরে তুমি আমাদের সঙ্গে থাকবে। আজ আমরা হাদিকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম এবং তাঁর আদর্শ ধারণ করে জাতির অগ্রগতির পথে এগিয়ে যাব।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট