1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

গাজীপুরে প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরের পূবাইল এলাকায় দিশারী নামে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের বসুগাঁও এলাকার সজন ফিলিং স্টেশন-সংলগ্ন দিশারী প্যাকেজিং কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে হঠাৎ করেই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি এবং গাজীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাজীপুরের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, কারখানাটি মূলত স্টিলের কাঠামো (ইস্পাত) দিয়ে নির্মিত। আগুনের তীব্রতায় ভবনটি যে কোনো সময় ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

তিনি আরও বলেন, “আমাদের ৫টি ইউনিট নিরবচ্ছিন্নভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখন পর্যন্ত আগুনের সঠিক কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের সদস্যরা চারদিক থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারখানার ভেতরে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট