1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীদের শনাক্ত, গ্রেপ্তারের উদ্যোগ: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের মধ্যে কয়েকজনের ছবি ও পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় ময়মনসিংহে হিন্দু ধর্মাবলম্বী এক পোশাক শ্রমিককে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বলেও জানান।
মব জাস্টিস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আ ফ ম খালিদ হোসেন বলেন, সব স্থাপনায় আগেভাগে পুলিশ মোতায়েন করা বাস্তবসম্মতভাবে কঠিন। অনেক সময় হঠাৎ করেই হামলার ঘটনা ঘটে। তবে সরকার সব ধরনের সহিংসতা নিরুৎসাহিত করছে। প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগকারীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে।
ছায়ানটে হামলা এবং কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দলের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠানে হামলা বা অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এসব অপরাধে জড়িত, তাদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সার্বিকভাবে পরিস্থিতি স্থিতিশীল। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নির্ধারিত সময়েই সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
একই রাতে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরাসরি এভাবে মন্তব্য করা ঠিক হবে না। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনেক ক্ষেত্রেই আগাম পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
সরকারি মদদে হামলা হচ্ছে—এমন অভিযোগ নাকচ করে ধর্ম উপদেষ্টা বলেন, সরকার কখনোই অস্থিতিশীলতা চায় না। মব জাস্টিস বা আইনশৃঙ্খলার অবনতি হলে সেটি সরকারেরই ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে। তাই সরকার এসব ঘটনা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখছে।
বিদেশ থেকে উস্কানি দেওয়ার বিষয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। বাইরের মন্তব্য সরাসরি সরকারের নিয়ন্ত্রণে নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট