1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

ফরিদপুরে মুসলমান তরুণীর হিন্দু ছেলেকে বিয়ে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ফরিদপুরের সদরপুর উপজেলায় এক মুসলমান তরুণী হিন্দু ধর্মে দীক্ষা নিয়ে এক হিন্দু যুবককে হিন্দু রীতিতে বিয়ে করার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদরপুর উপজেলার নয়রশি গ্রামের আয়ুব শরীফের মেয়ে মারিয়া আক্তার সাথী (১৯) সম্প্রতি একই উপজেলার ১৭ রশি গ্রামের পাচু ঋষির ছেলে কার্তিক ঋষি-র (বয়স প্রায় ২২) দীর্ঘ ৯ মাস তারা একেউপরের প্রেমের সাথে জড়িত ছিলো গত ৩১ তারিখ

কার্তিক ঋষি তরুণী মারিয়াকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু তার বাবা মা অনেক খোঁজাখুজি করে তাকে না পাওয়ায় একপর্যায়ে গ্রাম এর আত্তিও সজন কে যানায় অথচ মেয়ে দুইদিন পরে বাড়িতে চলে আসে বাবা মা তাকে শাসন না করায় ছেলের সাথে সম্পর্ক ঠিক রেখে গত শুক্রবার আবার কার্তিক কৃষি সাথে তার বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে মুসলমান ধর্ম ত্যগ করে শাঁখা সিঁদুর পড়ে হিন্দু ধর্ম গ্রহণ করে এক পর্যায়ে এই ঘটনা জানাজানি হবার পরে মঙ্গলবার রাতেই গ্রামের লোক তাদের দুজনকে আটককরে ৯রশি গ্রামে নিয়ে যায় এবং সেখানে গ্রামের মাতব্বরের মাধ্যমে সালিশ বসানো হয় তখন মেয়ে এবং ছেলে দুজনেই সত্যতা স্বীকার করে নেয় মেয়েটার জবানবন্দিতে বলেন আমি নিজেরইচ্ছায় মুসলমান ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করি তৎক্ষণাৎ সালিশ থানায় খবর দিলে পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয় পুলিশ ওখানকার পরিস্থিতি খারাপ দেখে তাদের দুজনকে থানায় নিয়ে চলে আসে এবং পরে তাদের দুজনকে থানায় পেরুন করা হয় মেয়ে তার যবান বন্দিতে সালিশ বর্গকে বলে বলে আমি

কার্তিক ঋষিকে ভালোবাসি এবং সে মুসলমান ধর্ম ত্যগ করে হিন্দু ধর্ম গহন করে শাখা সিঁদুর পড়ে দুইজন দুইজনকে বিয়ে করেছি

বিয়ের খবর জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে দীর্ঘ আলোচনার পরও সালিশ কমিটি কোনো সমাধান দিতে পারেনি বলে জানা গেছে।

এ বিষয়ে মেয়ের পরিবার দাবি করেছে, তাদের মেয়ে প্রলোভনে পড়ে ধর্ম পরিবর্তন ও বিয়ে করেছে। তবে মেয়ে মারিয়া আক্তার সাথী নিজে জানিয়েছেন, তিনি নিজের ইচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং কার্তিককে ভালোবেসে হিন্দু রীতিতে বিয়ে করেছেন।

ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে নানা আলোচনা চলছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট