
নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিধিমালা অনুসরণ করে ফরিদপুর-৪ আসনে নিজ নামে টাঙানো সকল বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি এবং রিক্সা প্রতীকের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সদরপুর উপজেলা প্রশাসন এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সহ-সভাপতি হাফেজ আব্দুল আউয়াল, উপজেলা শাখার দায়িত্বশীল আমানাতুল্লাহ আমান ও শেখ মো: হাশমত এবং ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ প্রসঙ্গে আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ফরিদপুর-৪ আসনের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিজ নামে টাঙানো সব ধরনের বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন আজকের মধ্যেই অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি প্রশাসনের প্রতি সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।