1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

সদরপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবসে কুরআন খতম ও দু‘আ মাহফিল

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

ফরিদপুরের সদরপুর উপজেলায় মহান বিজয় দিবস–২০২৫ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও ধর্মীয় পরিবেশে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে দু‘আ ও প্রার্থনার আয়োজন করা হয়।

এরই ধারাবাহিকতায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক দেশব্যাপী আয়োজিত “বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে সদরপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন খতম, আলোচনা সভা ও বিশেষ দু‘আ মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০টায় সদরপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি ও সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, বাবুরচর রহমানিয়া মাদরাসার মুহতামিম ও বাবুরচর বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আব্দুল লতিফ, ভাষাণচর ইমামউদ্দিন খান মাদরাসার সুপার কারী আক্কাছ আলী এবং সতেররশি আয়েশা সিদ্দিকা শিশু একাডেমি মাদরাসার মুহতামিম মুফতী ইমদাদুল্লাহ নায়ীম প্রমুখ।

বক্তারা ইসলামের দৃষ্টিতে বিজয়ের প্রকৃত অর্থ, স্বাধীনতার মূল্যবোধ ও তা রক্ষায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন সকল মডেল কেয়ারটেকার, বিভিন্ন রিসোর্স সেন্টারের সাধারণ কেয়ারটেকার, উপজেলার বিভিন্ন কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট