1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

সদরপুরে রাজনৈতিক ব্যানার-ফেস্টুন অপসারণে প্রশাসনের অভিযান

সজল হাওলাদার, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল প্রকার রাজনৈতিক ব্যানার, ফেস্টুন ও পোস্টার ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের কথা থাকলেও নির্ধারিত সময় পার হলেও অনেক স্থানে তা অপসারণ করা হয়নি। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে অপসারণ অভিযান শুরু করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের প্রথম দিনে সদরপুর বাজার, বাবুরচর বাজার ও পিঁয়াজখালি বাজার এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়। এ সময় সদরপুর থানার সেকেন্ড অফিসার মোকলেছুর রহমানসহ ভূমি অফিসের একাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী রাজনৈতিক নেতাকর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার-ফেস্টুন ও পোস্টার অপসারণ করেননি। সে কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অপসারণ অভিযান শুরু করা হয়েছে। নির্বাচনী বিধি-বিধান বাস্তবায়নে আমরা দুইজন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনায় থাকবো।”

প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট