
ফরিদপুরের সদরপুর উপজেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর আয়োজনে শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বকুলতলা গ্রামে জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মোঃ বাবুল মাতুব্বর, মিজানুর মাতুব্বর, লিচু হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের জন্য ভোট কামনা করেন।