1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

বীষমুক্ত কৃষির দাবিতে মানববন্ধন 

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

জৈব কৃষি চর্চা করি, নিরাপদ জীবন গড়ি”

মানিকগঞ্জ বাঙ্গরা গ্রামের কৃষক আব্দুল মান্নানের বাড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক, গ্রীণ কোয়ালিশন এবং বাঙ্গরা কৃষক- কৃষাণী সংগঠনের যৌথ আয়োজন কৃষি প্রতিবেশ, জলবায়ু ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্বের দাবিতে কর্মশালা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গ্রীণ কোয়ালিশন সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এর সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা গাজী শাহাদাত হোসেন বাদল এর সঞ্চালনায় কর্মশালায় সহায়ক হিসেবে ভূমিকা পালন করেন বারসিক কর্মসূচি সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস। আলোচনায় অংশগ্রহণ করেন বেতিলা- মিতরা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো.মনসুর আলী,মো.ইউসুফ আলী, ইয়ুথ গ্রীণ ক্লাবের গাজী নাইফুর রহমান শাওন, নারীনেত্রী আসমা আক্তার,বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন কৃষি প্রতিবেশ বিদ্যা হলো আদি জ্ঞান। রাসায়নিক চর্চা হলো আধুনিক জ্ঞান। আমাদের আদি তথা লোকজ চর্চা কেন্দ্রে যেতে হলে জৈব কৃষি চর্চা বৃদ্ধি করতে হবে। তাহলেই আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ খাদ্য সার্বভৌমত্ব অর্জন করতে অগ্রসর হতে পারব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট