
নির্ধারিত সময় অনুযায়ী দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে জনগণের সঙ্গে থেকেই অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে ভুলভাবে উপস্থাপনের অপচেষ্টা অতীতেও হয়েছে, এখনও হচ্ছে। তিনি মন্তব্য করেন, ষড়যন্ত্রকারীরা সময়ের সঙ্গে তাদের রূপ বদলালেও উদ্দেশ্য ও চরিত্র একই রয়ে গেছে।
তিনি আরও বলেন, জনগণকে ক্ষমতার বাইরে রেখে কখনোই রাষ্ট্রযন্ত্রকে শক্তিশালী করা সম্ভব নয়। জনগণই রাষ্ট্রের মূল শক্তি—এ কথা ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হয়।
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই ষড়যন্ত্র এখনও চলমান। তিনি দাবি করেন, সাম্প্রতিক সহিংস ঘটনার শিকার ওসমান হাদিও এই ষড়যন্ত্রেরই ভুক্তভোগী। তার মতে, যারা বর্তমান সরকার ও নির্বাচন প্রক্রিয়াকে ব্যর্থ করতে চায়, তারাই এসব ঘটনার আড়ালে রয়েছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ভয় দেখিয়ে পিছু হটানোর চেষ্টা করা হচ্ছে, তবে এতে ভীত হওয়ার কিছু নেই। ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে ষড়যন্ত্রকারীরা টিকতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, আসন্ন নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়; এর সঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা জড়িত। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ভবিষ্যৎও এই নির্বাচনের ওপর নির্ভর করছে বলে তিনি উল্লেখ করেন।