1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

সদরপুরে মেয়াদোত্তীর্ণ সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

নুরুল ইসলাম,ফরিদপুর থেকেঃ 
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

ফরিদপুরের সদরপুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ সার বিক্রির দায়ে একটি সারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টা ৪৫ মিনিটে সদরপুর উপজেলার সাড়ে সাত রশি বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ সার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব নিটুল রায়।

এ সময় জব্দকৃত সার বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট