1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

সদরপুরে সাব-রেজিস্টার অফিসের পাশে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ফরিদপুরের সদরপুর উপজেলার সাব-রেজিস্টার অফিসের পাশের রাস্তার ঢাল থেকে আনুমানিক ২০–২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সদরপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি উলঙ্গ অবস্থায় পড়ে ছিল এবং তার দুই হাত বাঁধা ছিল। মরদেহের মুখমণ্ডলে আঘাতের চিহ্নও পাওয়া গেছে।

স্থানীয় দোকানদাররা জানান, শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে এক নারী রাস্তার পাশে কচুর লতি তুলতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং ৯৯৯ নম্বরে ফোন করলে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় দোকানদার ফারুক বিশ্বাস বলেন, “গত দুই দিন আগে গভীর রাত পর্যন্ত মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে এই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি অসংলগ্ন কথা বলতেন। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া মরদেহটি তারই হতে পারে।”

সদরপুর থানার সাব-ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট