1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

সদরপুরে নিষিদ্ধ সংগঠনের নেতাকে গ্রেফতার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ফরিদপুরের সদরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম মোল্লা (৬৫)-কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আবুল কাসেম মোল্লা মৃত মালো মোল্লার পুত্র। তার বাড়ি সদরপুর উপজেলার নজু মোল্লার ডাঙ্গী গ্রামে। পুলিশ তাকে নিজ বাড়ি থেকেই গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায় শেখ হাসিনার ছবি সংবলিত লিফলেট বিতরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় সদরপুর থানায় দায়েরকৃত মামলার নম্বর ০৩, তারিখ ০৩/০২/২০২৫। মামলায় ১৪৩/১২৪(এ)/১০৯/৩৪ ধারাসহ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আবুল কাসেম মোল্লাকে আইনানুগ প্রক্রিয়া শেষে ফরিদপুর আদালতে সোপর্দ করা  হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট