1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

সদরপুরে নতুন প্রজন্ম মানবিক সংগঠনের উদ্যোগে ৫০০ শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ ওয়াজেদ আলী, ফরিদপুর:
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ফরিদপুরের সদরপুর উপজেলায় নতুন প্রজন্ম মানবিক সংগঠনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সদরপুর সরকারী কলেজ মাঠে এ আয়োজন করা হয়। এ সময় প্রায় ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব এস এম কামরুজ্জামান মামুন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মাননীয় উপদেষ্টা জনাব ইমরান হোসেন এবং ডাঃ রেজুয়ান তালুকদার রুনাল।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-পরিচালক জনাব মনজুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান, জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফারদিন সানি, নতুন প্রজন্ম মানবিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
সংগঠনের সভাপতি মোঃ মিরাজ মোল্ল্যা, সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, প্রতিষ্ঠাতা ইব্রাহিম খাঁন এবং পরিচালনা পরিষদের সদস্য মহিউদ্দিন-এর সার্বিক দিকনির্দেশনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব হাসিবুর রহমান।
নতুন প্রজন্ম মানবিক সংগঠন বিগত সময়ে উল্লেখযোগ্য মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে রয়েছে
চারটি ফ্রি ব্লাড ক্যাম্প আয়োজন, যেখানে ৩ হাজারেরও বেশি মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
একটি ফ্রি ডায়াবেটিস ক্যাম্পে ৩০০ জনের বেশি মানুষ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করিয়েছেন।
এছাড়া বিভিন্ন অসহায় ও মুমূর্ষু রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ৩০০ ব্যাগের বেশি রক্ত সরবরাহ করা হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ ব্যাগ রক্ত ম্যানেজ করে দেওয়া হচ্ছে।
এর পাশাপাশি অতীতে সংগঠনটি পথচারী ভ্যানচালকদের মাঝে প্রায় ৬০০টিরও বেশি টি-শার্ট বিতরণ করেছে।
নতুন প্রজন্ম মানবিক সংগঠনের এ ধরনের মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট