1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

কালাইয়ে যুব অধিকার পরিষদের উদ্যোগে শিশু-কিশোরদের মাঝে ফুটবল উপহার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

কালাই উপজেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে পুনট ইউনিয়নের বর্মনপাড়া গ্রামের শিশু-কিশোরদের মাঝে ফুটবল উপহার প্রদান করা হয়েছে। শিশু-কিশোরদের মোবাইল ফোন ও অতিরিক্ত প্রযুক্তি আসক্তি থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ করে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো: আনতাজ আলী, সাধারণ সম্পাদক মো: নাজিম উদ্দীন এবং দপ্তর সম্পাদক মো: সুমন মন্ডল। এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোররা মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ালে তারা মোবাইল থেকে দূরে থাকবে এবং সুস্থ ও সক্রিয় জীবনযাপন করতে পারবে।

বক্তারা আরও বলেন, নিয়মিত খেলাধুলা শিশু-কিশোরদের শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। যুব অধিকার পরিষদ ভবিষ্যতেও সমাজের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট