
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ২২/১২/২০২৫ইং আশুলিয়া থানাধীন উত্তর গাজিরচট এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী করুন বিকাশ চাকমা (২০), পিতা-রুপেন চাকমা, সাং-ধামাইপাড়া, থানা-জোড়াছড়ি, জেলা-রাঙ্গামাটি, এ/পি সাং-পল্লিবিদ্যুৎ, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ও সোহেল মিয়া (৩২), পিতা-মৃত মোবারক মিয়া, সাং-বদুরপুড়, থানা-মতলব, জেলা-চাঁদপুর, এ/পি সাং-গাজীরচট, আলিয়া মাদ্রসা, (মোফাজ্জল মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। বাদল ভূঁইয়া (৬১), পিতা-মৃত হাজী তোফাজ্জল হোসেন ভূঁইয়া, সাং-গাজীরচট, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হইতে (ক) ৫২০ (পাঁচশত বিশ) লিটার চোলাই মদ, (খ) ৫২০ (পাঁচশত বিশ) লিটার জাওয়া মদ, এবং চোলাই মদ উৎপাদনের জন্য ব্যবহৃত (গ) ২ টি গ্যাসের চুলা, (ঘ) ০৫ (পাঁচ) টি সীলভার রংয়ের পাতিল, (ঙ) ৫০ টি সাদা পলিথিনের ব্যাগ উদ্ধার করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর) উক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান ঢাকা উত্তর ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম।